কর্ণফুলীর চরলক্ষ্যায় রাস্তা দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে ওরশ বিরিয়ানী বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫.৩০টায় সহকারী কমিশনার (ভূমি), কর্ণফুলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আকাশ ওরশ বিরিয়ানী হোটেল ও ওসমান ওরশ বিরিয়ানী হোটেলের বিরুদ্ধে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধ প্রমাণিত হয়। ফলে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দখলকৃত জায়গা থেকে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় কর্ণফুলী থানার একটি টিম সহায়তা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।