কুবি করেসপন্ডেন্ট
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬২ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ও কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সুপারিশে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবং শিক্ষার্থীদের নিজ নিজ জেলা শহরে পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করতে আহ্বায়ক কমিটি করা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।
শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছানোর জন্য ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহবায়ক করে একটি কমিটি করা হয়েছে।
ট্রেজারার বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছানোর জন্য খুব দ্রুত মিটিং করব আমরা। কুমিল্লার বাইরে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের নিজস্ব বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।’
এছাড়াও, ইউজিসির ডাইজেস্টার রিকভারি গাইডলাইন প্রণয়ন ও অনলাইন পরীক্ষা নেওয়ার বিষয়ে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৬১ তম একাডেমিক কাউন্সিলে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের শুধু মৌখিক জানানো হয়েছে। তাই আমরা এখনো সামনে আগাতে পারিনি। ২৮ তারিখের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার পর আমাদের সামনে আগাতে হবে।’
উল্লেখ্য, কোভিড- ১৯ পরিস্থিতির কারণে স্থগিত থাকা পরীক্ষাগুলো গত ১৩ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে পরীক্ষা নিতে শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সারাবাংলা/একে