কুবি প্রতিনিধি
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪’ এর ২য় দিনের
কুবিতে আসছেন লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী।
“লাপাত্তা লেডিস” সিনেমার মধ্যে দিয়ে উপমহাদেশে আলোচনায় আসলেও বিপ্লব গোস্বামী পেশাগত জীবনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি করেন। বিপ্লব গোস্বামী মূলত শিশুতোষ বিষয়ক ছড়া বেশি লেখেলেখি করেন। তাঁর প্রকাশিত প্রকাশিত বই গুলো হলো সহজ ছড়া মজার পড়া, ছড়া দিয়ে পড়া শিখি ও ঈশান বাংলা। এছাড়াও তিনি লেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ,নারীবাদ নিয়ে লেখেন।
এ ব্যাপারে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন,” আমরা জানতে পারি যে লাপাত্তা লেডিস চলচিত্রের মূল গল্পকার বিপ্লব গোস্বামী একটি কাজে কুমিল্লা এসেছেন। এটা জানতে পেরে আমরা উনার সাথে যোগাযোগ করি এবং উনাকে আমাদের যে ‘যুগান্তর’ উৎসব চলছে সেটার বিষয় বলি ও আমাদের এখানে উপস্থিত হতে নিমন্ত্রণ জানাই। পরবর্তীতে উনি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেন এবং নিশ্চিত করেছেন যে উনি থাকছেন।”
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তিতে প্রথম দুই দিনের আন্তর্জাতিক নাট্য উৎসব নাট্য উৎসবের আয়োজন করা হয়। প্রথম দিন (৫ জুলাই) ভারতের কলকাতার নাট্য সংগঠন “মছলন্দপুর ইমন মাইম সেন্টার” নাটক ও মূকাভিনয় পরিবেশন করে। নাট্য উৎসবের দ্বিতীয় দিনে থিয়েটার ইশতিয়াক আহমেদ এবং গুলশান পারভীন সুইটির নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “মাল্যদান” নাটকটি মঞ্চায়িত হবে। উল্লেখ্য এটি থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রযোজনা ও মৌলিক নাটক।