স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জিয়া মঞ্চের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ডাক্তার বারবার বলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। উনাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি জানালো হলেও সরকার শুনছে না। খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে শেখ হাসিনার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে।’
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন আপনি? অনেক খেলেছেন। এবার ধরা খেয়েছে। একদিকে পশ্চিমারা, আরেক দিকে ভারত। ভারতপ্রীতির কারণে হারাতে হবে পশ্চিমাদের, আর আমেরিকাকে খুশি রাখলে হারাতে হবে ভারতকে। খুব বেশি বিপদে পড়েছেন আপনি।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করলেও আওয়ামী লীগ করে না। মূলত নিম্নমধ্যবিত্তরা আওয়ামী লীগ করে। যার কারণে তাদের ক্ষুধা বেশি। এবার তারা এত বেশি খেয়েছে যে তাদের পেটের অবস্থা কাহিল। শুনলাম কিছু ব্যবসায়ী আমোদ ফুর্তি ও কেনাকাটার জন্য আমেরিকা সফরকারীদের টাকা দিয়েছে। কেনার জন্য নাকি কিছু পায়নি।’
তিনি বলেন, ‘আজকে দেশের দুর্নীতি, গণতন্ত্রহীনতা, ভোট চুরির কারণে আমেরিকা জনগণের পক্ষে দাঁড়ালেও তারা আমাদের ক্ষমতায় বসাবে না। তারা চায়, তাদের মতো যেন সকলের অধিকার সকলে ফিরে পায়। ক্ষমতায় আসার জন্য আমাদেরকেই কাজ করতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতা ঘোষণাই দেননি, যুদ্ধ করেছেন। বাকি সব পালিয়েছেন। আজ ওরা কৃতিত্ব নেন। স্বাধীনতার পর তাদের (আওয়ামী লীগের) চিরাচরিত চরিত্র ফুটে ওঠেছে। জিয়া শুধু দেশ স্বাধীনতায়ই ভূমিকা রাখেননি, পরে এই আওয়ামী লীগ কর্তৃক লুণ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বিএনপি সবসময় দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে জয়লাভ করেছে। এবারও গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দেবে।’
জিয়া মঞ্চের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জিয়া মঞ্চের আব্দুল হামিদ, অ্যাডভোকেট আনিসুর রহমান, আব্দুল আলীম, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে