বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

খিলগাঁওয়ে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪ সময় দেখুন
খিলগাঁওয়ে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পিকআপের ধাক্কায় মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

রাতুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিফাত হোসেন বলেন, খিলগাঁও মেরাদিয়া বাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ‍্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রাতুল। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ সময় দায়িত্বরত চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।

নিহত রাতুলের বড় ভাই ফজলে রাব্বি বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই আর বেঁচে নেই। মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে বাবার ব্যবসা দেখছিল সে।

আমরা খিলগাঁওয়ের উত্তর গোড়ান ৮ নম্বর রোডে থাকি। আমাদের বাড়ি ঢাকা জেলার দোহার থানার কৃষিদেবপুর গ্রামে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি। তারা তদন্ত করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর