ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বুয়েট ফিজিক্স এলামনাই অ্যাসোসিয়েশন (FAB)।
বুধবার (১৬/০৪/২৫) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফ্যাব-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হামিদুর রহমান খান, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান, সহ-সভাপতি ড. ফরহাদ আলম, সহ-সভাপতি অধ্যাপক ড. তামান্না আফরোজ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হামিদুর রহমান খান বলেন, “গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। গণহত্যা বন্ধ করতে হবে এবং এর দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে।”
সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, “নারী, শিশু, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশ্রয়কেন্দ্রে ইসরাইলের নির্বিচার ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। বিশ্বনেতাদের এখনই একসাথে এগিয়ে এসে এই আগ্রাসন রুখতে হবে।”
বক্তারা আরও বলেন, অবিলম্বে ফিলিস্তিনি জনগণের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে হবে।