মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুনজুর কাদের, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, শিশু একাডেমীর সদস্য জান্নাত তাসনিম রাজ, সুলাইমান আইজ রাইজ, ওসমান যুব রাজ, এসএম সাফিন খান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচ এম কাব্য ও রাশিদা আনজুম।