এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন জয়পুরহাটের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল। মঙ্গলবার বিকেল ৬টা ১০ মিনিটে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এসময় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জানাযায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, নওগাঁর ধামইরহাট-পতনিতলা আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, আব্বাস আলী মন্ডলের পুত্র, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর, আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি মোল্লা সামছুল আলম, এসএম সোলায়মান আলী, গোলাম হাক্কানী, রাজা চৌধুরী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
পরে বাদ মাগরিব তার নিজ বাড়ি দোগাছী ইউনিয়েনের বিল্লাহ গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, মঙ্গলবার ভোর ৪ টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি জয়পুরহাট-১ আসন থেকে ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে মাত্র ৬৩ ভোটে পরাজিত হন, ২০০১ সালেও প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।