চৃুয়াডাঙ্গা প্রতিনিধি:
শনিবার সকালে দর্শনা থানা পুলিশ পৌর সভার দঃচাদপুর গ্রামের কবরস্হানের পাশ থেকে ৩শ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করেছে। দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির জানান ও ঐদিন সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টহল পুলিশ স্হানীয় কবরস্হানের কাছে যায়। এ সময় পুলিশ দেখে একজন পালানোর চেস্টা করলে পুলিশ ব্যাগ সহ তাকে আটক করে। পরে জন সম্মুখে ব্যাগের ভিতর থেকে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশ জানায় আটক ব্যাক্তি দামুড়হুদা উপজেলার দর্শনা দঃচাদপুর গ্রামের ফজলু হকের ছেলে মাসুদুর রহমান (৩০)। দুপুরে মালামাল সহ কোটে চালান করা হয়েছে।