এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল, পৌর মেয়র মোঃ সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল মজিদ মোল্লা, থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় গণমাধ্যমকর্মী, পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে আসা সাধারণ ভোটারবৃন্দ।