মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ (১জুলাই) শুক্রবার থেকে হিন্দু ধর্মাবল্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার নয় দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ীর আয়োজনে রথযাত্রার শোভাযাত্রা বের হয়।
শুক্রবার কালীবাড়ী প্রাঙ্গনে শোভাযাত্রার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট্রের ট্রাষ্টি সুভাষ চন্দ্র সাহা। এ সময় কালীবাড়ী কমিটির সাধারন স্পাদক জীবন কৃষ্ণ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সকল বয়সী হিন্দু নারী, পুরুষ শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রাটি পুনরায় কালীবাড়ী প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে পুজার্চ্চনা ও রথটান ও মেলার আয়োজন করা হয়। এ সময় সকল দুর্যোগ থেকে মুক্তি ও বিশ্ব মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। আগামী (৯ জুলাই) শনিবার উল্টো রথটানের মধ্য দিয়ে নয় দিনব্যাপী উৎসব সমাপ্ত হবে।