মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)। টাঙ্গাইল সদর উপজেলার আলোকদিয়া এলাকা থেকে ভোরবেলা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম টাঙ্গাইল সদর থানার আলোকদিয়া গ্রামের বিদেশী মোল্লার ছেলে। টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)এর ওসি হেলাল উদ্দিন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে আলোকদিয়া এলাকা হতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।