মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার বালক বালিকা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এরপর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।২৬ ফেব্রুয়ারি শনিবার সকালে সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-০৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন (এমপি)। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর ও সরকারি শিশু পরিবারের কর্মকর্তা ও স্টাফগণ।