ভোলার চরফ্যাশন দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে বিদ্যুৎ এর আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচ এর অর্থায়নে পরিচালিত সংগঠন বন্ধু ফাউন্ডেশন।
শনিবার (২৯ মে) সকালে বন্ধু ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ ও উপদেষ্টামন্ডলীর সদস্যরা অগ্নিকাণ্ডস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে জাহাঙ্গীর হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।
উল্লেখ্য গত ২০ মে সকালে নুরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড হাসপাতাল রোডে জাহাঙ্গীরের বসতঘরে বিদ্যুৎ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে খাদ্য সামগ্রী, পোশাকসহ বিভিন্ন আসবাব পত্র সব পুড়ে যায় এতে তিনি বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন
স্থানীয় বিত্তবান ব্যক্তিদের সহযোগিতার হাত নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর মিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানান বন্ধু ফাউন্ডেশন।