Asus ROG Phone 5: প্রো ও আল্টিমেট ভ্যারিয়েন্টে দেশের বাজারে এসে গেল Asus ROG Phone 5। এক্ষেত্রে মোট তিনটি অর্থাৎ ROG Phone 5, ROG Phone 5 Pro ও ROG Phone 5 Ultimate মডেলে পাওয়া যাবে এই স্মার্টফোন। সেই অনুযায়ী, রেগুলার ROG Phone 5-এ RAM-এর পরিমাণ ৮ GB ও ১২ GB। ROG Phone 5 Pro ফোনে ব়্যামের পরিমাণ ১৬ GB। অন্য দিকে, ROG Phone 5 Ultimate-এ থাকছে ১৮ GB পর্যন্ত RAM। এবার ফোনগুলির দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক!
Asus ROG Phone 5-এর দাম
প্রথমেই স্টোরেজ অপশন অনুযায়ী ফোনের দামগুলি দেখে নেওয়া যাক। এক্ষেত্রে ৮ GB + ১২৮ GB স্টোরেজ অপশনে Asus ROG Phone 5-এর দাম হবে ৪৯,৯৯৯ টাকা। ১২ GB + ২৫৬ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম ৫৭,৯৯৯ টাকা। অন্য দিকে, ১৬ GB + ৫১২ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম ৬৯,৯৯৯ টাকা। এগুলির পাশাপাশি ১৮ GB + ৫১২ GB স্টোরেজ অপশনে Asus ROG Phone 5 Ultimate ভার্সনের দাম হবে ৭৯,৯৯৯ টাকা। মূলত ফ্যান্টম ব্ল্যাক ও স্টর্ম হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে এই ফোন।
Asus ROG Phone 5-এর ফিচার
অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে চলে এই ফোন। ফোনে রয়েছে অক্টো-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন (octa-core Qualcomm Snapdragon 888 SoC) প্রসেসর। স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৮৭ ইঞ্চি। ফুল HD + AMOLED ডিসপ্লের রেজোলিউশন ১০৮০ X ২,৪৪৮ পিক্সেলস। এর পাশাপাশি ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০.৪: ৯ ও রিফ্রেশ রেট ১৪৪ Hz। গত বছরের ROG Phone 3-এর মতো এই ফোনটিতেও এয়ার ট্রিগার ৫, ডুয়াল ফ্রন্ট ফায়ারিং স্পিকার, মাল্টি অ্যান্টেনা Wi-Fi, কোয়াড মাইক নয়েজ-ক্যানসেলিং-সহ একাধিক ফিচার রয়েছে। ফোনে অনবোর্ড স্টোরেজের পরিমাণ ৫১২ GB পর্যন্ত।
এর ক্যামেরা পারফরম্যান্সও বেশ ভালো। এক্ষেত্রে Asus ROG Phone 5-এ থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপ। ফোনের পিছনের দিকে থাকছে ৬৪ মেগা পিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগা পিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ৫ মেগা পিক্সেল ম্যাক্রো শ্যুটার। সামনের দিকে থাকছে ২৪ মেগা পিক্সেল ক্যামেরা।
ফোনের ব্যাটারি ব্যাক-আপ নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই।। কারণ নতুন Asus ROG Phone 5-এ থাকছে ডুয়াল সেল যুক্ত ৬,০০০ mAh ব্যাটারি। যা ৬৫ W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের আয়তন ১৭২.৮ x ৭৭.২ x ১০.২৯ mm। ওজন প্রায় ২৩৮ গ্রামের কাছাকাছি। ফোনটির কানেক্টিভিটি অপশনও যথাযথ। এক্ষেত্রে Asus ROG Phone 5-এ থাকছে 5G, 4G LTE, Wi-Fi 6 কানেকশন ও ব্লু টুথ 5.0 ভার্সন। রয়েছে USB Type-C পোর্ট ও ৩.৫ mm হেডফোন জ্যাক।
শীঘ্রই দেশের বাজারে পাওয়া যাবে এই ফোন। তবে তারিখ নিয়ে প্রস্তুতকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।