গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
টাঙ্গাইলের নাগরপুরে জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। রমজানের শেষ দিন আজ, আর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে নাগরপুর সহ সারা দেশে। মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, রমজানের শেষ দিনেও প্রখর রোদ উপেক্ষা করে পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটে যাচ্ছেন কাপড়, জুতা ও কসমেটিকস এর দোকানগুলোতে। বিক্রেতারাও ব্যস্ত শেষ সময়ের ঈদের পণ্য বিক্রি করতে। নাগরপুরের বিভিন্ন মার্কেট ঘুরে এমন চিত্রই দেখা মিললো।
সরেজমিন, নাগরপুরের টগর সুপার মার্কেট, তালুকদার মার্কেট, নাহার প্লাজা রেফাজ প্লাজা ও হকার্স মার্কেটসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। শিশু থেকে শুরু করে সব বয়সীদের পদচারনায় জমে উঠেছে মার্কেট চত্বর। পরিবারের জন্য শেষ কেনাকাটা করতে এসেছেন অনেকেই। গত দুই বছর মহমারি করোনার বিধি নিষেধ থাকায়, আশানুরূপ ব্যবসা করতে পারেননি দোকানিরা। তবে এবার করোনার প্রকোপ কমে যাওয়ায় এবং ক্রেতাদের উপস্থিতি বাড়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে আর কেনাকেটা করতে আনন্দ পাচ্ছে ক্রেতাগণ।
সকাল থেকেই প্রচণ্ড গরম আর রোদ উপেক্ষা করে মার্কেটে আসছেন ক্রেতারা। কেনাকাটা করতে আসা ক্রেতাদের চাপে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। দুপুরের পর থেকে প্রায় প্রতিটি মার্কেট ও বিপণি বিতান এলাকায় ক্রেতা বাড়তে থাকায় পা ফেলার জায়গা নেই।
কয়েকজন দোকানি জানান, রমজানের শুরুতে তেমন বিক্রি হয়নি, তবে রমজান পনেরটির পর থেকে আজ পর্যন্ত ক্রেতাদের চাপ ব্যাপক বেড়েছে এবং আশানুরূপ বিক্রি হচ্ছে। আশা করছি আজ সন্ধ্যার পর কেনাবেচা আরো বাড়বে।
ঈদের কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, রমজানে শুরুতে পড়াশুনার চাপে ঈদের কেনাকাটা করতে পারিনি। ছুটি পেয়ে কেনাকাটা করতে এসেছি। মার্কেটে অনেক ভিড়, কিন্তু উপায় নেই। এখন কেনাকাটা না করলে আর সময় পাবো না। দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দাম আগের তুলনায় অনেক বেশী তারপরেও কিনতে হচ্ছে।
এবার ঈদুল ফিতর গরম মৌসুমে পড়ায় সুতি কাপড়ের পোষাকের চাহিদা রয়েছে বেশি। শার্ট, পাঞ্জাবি, থ্রিপিস, ওয়ান পিস ইত্যাদি বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও আতর, টুপি, হিজাব, বোরখার দোকান গুলোতেও ভিড় চোখে পড়ার মত।