নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::
নানা আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে নীলফামারীতে। এ উপলক্ষে গতকাল বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।
জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আফরোজা বেগম। এতে প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা। অতিথি থেকে বক্তব্য দেন নীলফামারী পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়লা আঞ্জুমান আরা ইতি ও সেলিনা চৌধুরী, কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার, জেলা পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য মেহেরুন আকতার পলিন।
এছাড়াও জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ বক্তব্য দেন।
জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ মহিলা আওয়ামীলীগের ২০জনকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এরআগে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।