মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অদ্য ২৫ জুন শনিবার পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি আয়োজন করা হয়। উক্ত সুসজ্জিত ব্যান্ডদলসহ বর্ণাঢ্য আনন্দ র্যালিটি ডিস্টিক গেট হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড প্রাঙ্গণে এসে শেষ হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মোহাঃ ইমামুর রশীদ, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিশেষ পুলিশ সুপার, সিআইডি মোঃ কতুব উদ্দিন,
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) শরফুদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, সহকারি পুলিশ সুপার( এসএএফ) মোঃ আবদুল্লাহ আল ইমরান সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।