আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্ত এলাকায় এক আত্মঘাতি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের প্রত্যেকে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদস্য। দ্য ডনের খবর।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বেলুচিস্তানের রাজধানী কুয়েটা শহরে এ ঘটনা ঘটে। উল্লেখ্য যে, বেলুচিস্তান প্রদেশে কয়েক দশক ধরে স্বাধীনতা আন্দোলন চলছে। ওই প্রদেশে প্রায়ই নিরাপত্তাবাহিনীর উপর হামলার ঘটনা ঘটে থাকে।
কুয়েটা জেলা পুলিশের পরিদর্শক আজহার আকরাম সিএনএন’কে জানান, এ ঘটনাটি একটি আত্মঘাতি হামলা। রোববার সকালে প্যারামিলিটারিদের ঘাঁটিতে এ হামলা হয়।
এদিকে তালেবানের পাকিস্তান শাখা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ ঘটনার দায় স্বীকার করে এক বিবৃতি দিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনার জন্য টিটিপি’কে দায়ী করে নিন্দা জানিয়েছেন। টুইটারে এক বার্তায় ইমরান খান বলেন, কুয়েটার মাসতুং রোডস্থ এফসি চেকপোস্টে টিটিপির আত্মঘাতি হামলার নিন্দা জানাই। শহিদদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই, এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
সারাবাংলা/আইই