নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ৫১ পয়সা। সে হিসেবে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ১৪ পয়সা।
এদিকে গত ৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় বা সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছিল (ইপিএস) ১ টাকা ৪০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর’২১ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে দাঁড়িছেয়ে ২০ টাকা ৫৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর’২০ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে দাঁড়িয়েছিল ১৯ টাকা ১৯ পয়সা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৪৩ কোটি ৭ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৯৯৬ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৭২৭ টি। এর মধ্যে ৩৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৬৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ৮৬ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১ দশমিক ৫৩ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি