মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি::
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২২ ঘণ্টা পরে পুকুর থেকে রাফি আহমেদ (১২) নামে স্থানীয় স্কুলে প্রঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্কুলছাত্র শিশু রাফি আহামেদ ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের মামুদপুর বাজারের চা বিক্রেতা আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, শিশু ছাত্র রাফি গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর নিলে কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে নিখোঁজের ২২ ঘন্টা পর মামুদপুর বাজার এলাকার একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) মর্গে পাঠায়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’