#মুম্বই: এককথায় ‘অসাধারণ’। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১ (Billboard Music Awards 2021)-এর মঞ্চে চোখ ধাঁধানো সাজে দেখা দিলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত দিলেন তাঁর স্বামী, আমেরিকার জনপ্রিয় পপ তারকা নিক জোনাস (Nick Jonas)। রবিবার মাইক্রোসফট থিয়েটারের রেড কার্পেটে দুই তারকা দম্পতির গ্ল্যামারের ছটায় মুগ্ধ নেটদুনিয়া। মুহূর্তে ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা-নিকের পোশাক।
প্রিয়াঙ্কা পরেছিলেন ‘ডলস অ্যান্ড গাবানা’-র ২০০৭-এর কালেকশনের লম্বা শিমারি ড্রেস। তাঁর পোশাক ডিজাইন করেছেন ফেন্ডি। সোনালি রঙের থাই-হাই স্লিট গাউনে ফের একবার নজর কেড়েছেন অভিনেত্রী। সঙ্গে বাড়তি গুরুত্ব পেয়েছে প্রিয়াঙ্কার আইকনিক ‘ডলস অ্যান্ড গাবানা’ কোচারের বেল্ট। এমন ড্রেস এর আগে পরতে দেখা গিয়েছে নাওমি ক্যাম্পবেল ও বেয়ন্সেকে।
প্রিয়াঙ্কা তাঁর সাজে যুক্ত করেছিলেন বুলগেরির গয়না। যেন তিনি ‘বস লেডি’। সঙ্গে স্বামী নিক জোনাসের পরনে সবুজ কোট-প্যান্ট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। রেড কার্পেটে নিক জোনাসের সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর দুই ভাই কেভিন ও জো। অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে জোনাস ব্রাদার্স পারফর্ম করেছেন ‘লিভ বিফোর ইউ লভ মি’-গানে। এটি তাঁদের নতুন গান। গত বছর এই অ্যাওয়ার্ডে তিনটি পুরস্কার পেয়েছিল জোনাস ব্রাদার্স। প্রিয়াঙ্কা তাতে লিখেছিলেন, ‘খুবই গর্বিত তোমাদের জন্য’।
এবারের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে ডিজে খালেদ, মিগোস এবং বিটিএস-রা অনুষ্ঠান করেছেন।
Published by:Raima Chakraborty
First published: