রাকিবুল হাসান, মনপুরা(ভোলা)প্রতিনিধি ::
ভোলার মনপুরা উপজেলা পানিতে ডুবে রাহিম নামের ১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাহিম রহমানপুর গ্রামের বাসিন্দা মাকসুদ সিকদারের এর ছেলে ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশু রাহিম খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।এ ঘটনায় থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।