তেল চুলে সঠিক পুষ্টি জোগালেও চুলে সঠিক ভাবে তেল দেওয়ার কিছু নিয়ম আছে। চুলে সঠিকভাবে তেল না লাগালে চুল পড়া, শুষ্কতা, খুশকি, চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
সেক্ষত্রে চুলের বিশেষ যত্ন নিতে কিছু বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন: অকালেই বুড়িয়ে যাচ্ছেন? বলিরেখার ভাঁজে মন খারাপ না করে এই ঘরোয়া টিপস কাজে লাগান
নোংরা চুলে তেল মাখা এড়িয়ে চলুন- নোংরা এবং অতিরিক্ত তৈলাক্ত চুলে দীর্ঘদিন তেল মেখে থাকা চলবে না। তৈলাক্ত চুলে বেশি তেল লাগালে চুলের গোড়া আটকে যেতে পারে। এর কারণে স্কাল্পে ব্রণ বা অন্যা ত্বকের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে নোংরা চুলে অ্যালোভেরা জেল লাগাত পারেন। এতে মাথার ত্বক ঠান্ডা থাকে এবং চুলের আঁঠালো ভাব দূর হয়।
আরও পড়ুন: শীত এলেই গলা খুসখুস করে? শুকনো কাশি থেকে রেহাই পেতে মানুন এই নিয়ম
হালকা গরম তেল দিয়ে চুলে মালিশ করতে হবে- মাথায় হালকা গরম তেল দিয়ে মালিশ করলে উপকার পাওয়া যাবে। উষ্ণ তেল চুলের স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে এবং চুলের ফলিকলগুলিতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
চুল ধোয়ার পরেই তেল লাগানো চলবে না- চুল ধোয়ার পর ভেজা চুলে তেল না লাগানোই ভাল । ভেজা চুলে তেল লাগালে চুল পড়ে যেতে পারে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hair Care