আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে রাশিয়া। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং মস্কো সফরকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোইগু দুই দেশের সম্পর্ক জোরদারে একমত হন।
সেরগেই শোইগু বলেন, দুই দেশের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে তার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চলতি সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোতে নিরাপত্তাবিষয়ক এক কনফারেন্সে যোগ দেন মিয়ানমারের সেনাপ্রধান। এ সময় রুশ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
উল্লেখ্য, গত মার্চে মিয়ানমারে বেসামরিক মানুষ হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছিল রাশিয়া। এর তিন মাসের মাথায় জান্তা সরকারের প্রধানকে রাশিয়ায় আমন্ত্রণ জানালো মস্কো। এর আগে গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। এ অভ্যুত্থানের নেতা জেনারেল মিন আং হ্লাইং। এর পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে গণবিক্ষোভ চলছে।
সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ ও সৈন্যদের রাশিয়ায় স্কলারশিপ দিয়ে সহায়তা করছে মস্কো। এছাড়া বহু পশ্চিমা দেশের কালো তালিকাভুক্ত মিয়ানমারে অস্ত্রও বিক্রি করে থাকে রাশিয়া।
সারাবাংলা/আইই