সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের তারাদহ বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু বোঝাই তিনটি মহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়েছে।
রোববার (৫ মার্চ) দুপুর ২টা দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের নামাবন্দ এলাকায় অভিযান পরিচালনা কর হয়।
অভিযান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী।
অভিযান পরিচালনার খবর পেয়ে বালু বোঝাই মাহিন্দ্রা গাড়ি রেখে পালিয়ে যান বালু ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদ্রা ইউনিয়নের নামাবন্দ এলাকার তারাদহ বিল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল একটি মহল। বালু উত্তোলনের বিষয়টি জানতে পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিনটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথী বলেন,’ অভিযান পরিচালনা
করে তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ি থানায় রয়েছে।