মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

মেলান্দহে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ১, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম -সেবা) এর সাথে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা অক্টোবর) জামালপুরের মেলান্দহ থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপি, জামায়াত, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকা নেতৃবৃন্দ সহ শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় মেলান্দহ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা একেবারেই নিরপেক্ষ। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না। পুলিশের কোন কর্মকর্তা যদি অন্যায়ভাবে কাউকে হয়রানি করে বা দূর্নীতির সাথে জড়িত থাকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাসও প্রদান করেন। আগামী দ্রুত সময়ে সনাতন ধর্মালম্বিদের দূর্গোৎসবে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কেহ না ঘটাতে পারে সে ব্যপারে সকল মহলের সজাগ ও সচেতন থাকার আহবান জানান। তিনি ইভটিজিং, মাদক, অস্ত্রবাজী, অবৈধ দখলবাজী ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজেকে অবিচল থাকার ঘোষনা দেন।
এছাড়াও সমাবেশে মেলান্দহের আইন-শৃঙ্খলা রক্ষাসহ পুলিশের সামগ্রিক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিত দাস। বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মজিবর রহমান আজাদী, ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীন। উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ উপজেলা পূজা উদযাপন কমিটির সভা শ্রী ধ্রুবজ্যৌতি ঘোষ মুকুল, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত চন্দ্র নাহা, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষের শিক্ষার্থী মাশরাফি প্রমুখ।

সর্বশেষ - বিনোদন