শনিবার , ১২ ফেব্রুয়ারি ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রতিবেদক
bdnewstimes
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ

এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লায়লা নাসরিন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার(১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল নিরিবিলি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত লায়লা নাসরিন (৪৮) জয়পুরহাটের কালাই পৌর এলাকার মূলগ্রাম মহল্লার আনিছুর রহমানের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর জাহান।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনিছুর রহমান মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁর স্ত্রী লায়লা নাসরিন মোটরসাইকেলে পেছনে বসেছিলেন। তাঁরা পাঁচবিবি থেকে কালাই নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরানাপৈল নিরিবিলি হোটেলের সামনে ওভারটেক করতে গিয়ে একটি মোটরসাইকেল আনিছুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আনিছুর রহমানের স্ত্রী মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী একটি দ্রুতগতির ট্রাকের চাকায় লায়না নাসরিন পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠান।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, আনিছুর রহমান তাঁর স্ত্রী নাসরিনকে নিয়ে পাঁচবিবিতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা দুজনেই মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় নাসরিন মারা যান।

সর্বশেষ - বিনোদন