স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল এবং ১৯ আগস্ট সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আগামী বুধবার (১৬ আগস্ট) সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে লিফলেট বিতরণ ও শনিবার (১৯ আগস্ট) সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার (১৮ আগস্ট) যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।
দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী এবং দেশের সাধারণ মানুষকে বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করার অনুরোধ জানান রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে