#কলকাতা: অবশেষে এল সেই কাঙ্খিত সুখবরটি । অস্ত্রোপচার সফল হল টেলি-অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার । তাঁর ডান ফুসফুসের ক্যানসারাস টিউমরটি কেটে বাদ দেওয়া সম্ভব হয়েছে । জানা গিয়েছে, অভিনেত্রী এখন অনেকটাই ভাল আছেন । তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অপারেশনের ফলে স্বাভাবিক ভাবেই তিনি এখন দূর্বল । তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে । তবে আশার কথা, তাঁর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে । গত তিন মাস ধরে কেমোথেরাপি চলছিল তাঁর । ৪টি কেমো’র পর টিউমরটির আয়তন অনেকটা ছোট হয়ে এসেছিল । এরপরেই তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ।
বহুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলা । একাদশ শ্রেণীতে পড়ার সময় তাঁর শরীরে এই মারণ রোগ বাসা বেঁধেছিল । বহু লড়াই করে সেই যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছিলেন সাহসী মেয়ে । আবারও লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় নিজেকে সঁপে দিয়েছিলেন । কিন্তু ভাগ্য বিধাতা যে তাঁর জন্য মসৃণ পথ তৈরি করেননি । ফলে আবারও ফিরে আসে সেই রোগ ।
এ বছর সরস্বতী পুজোর দিন শ্যুটিং ফ্লোরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী । তাঁর দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা জানান তাঁর বাম ফুসফুসে ক্যান্সার ফের থাবা বসিয়েছে । আবারও শুরু হয় নতুন লড়াইয়ের গল্প । এ বার আর একা নন অভিনেত্রী । পাশে পেয়ে যান প্রেমিক সব্যসাচীকে । সব্যসাচী চৌধুরি, জনপ্রিয় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের সাধক বামাক্ষ্যাপার ভূমিকায় তাঁকে দেখতে পান দর্শকরা । প্রেমিকার এমন কঠিন অসুখে তাঁকে দেখভাল করা থেকে শুরু করে যত্ন করে খাইয়ে দেওয়া, পাশে থেকে ভালবাসা আর ভরসার হাতটা বাড়িয়ে দেন সব্যসাচী ।
দিন চারেকআগে সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী নিজেই জানিয়েছিলেন ঐন্দ্রিলার অপারেশনের খবর । তিনি লিখেছিলেন, ১৩ সেমি X ১১ সেমি X ৯ সেমি আয়তনের একটি টিউমর ঐন্দ্রিলার ফুসফুসে বাধা বেঁধেছে । সব্যসাচীর ভাষায়, ‘‘একটা মাংসপিন্ড পাঁজরের ভেতর নিয়ে ফেব্রুয়ারী অবধি চুটিয়ে অভিনয় করেছে, ফাটিয়ে ঝগড়া করেছে, রীতিমতন দাপিয়ে বেরিয়েছে স্কুটি চালিয়ে। পাশে থেকেও একটিবারের জন্যে বুঝতেও পারিনি।’’