নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে ৩০০ টি আমগাছ কেটে ফেলেছে দুর্বত্তরা। এ বিষয়ে সাপাহার থানায় ৭ জনকে বিবাদী ও ৪ জন অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে জমির ক্রয় সুত্রে মালিক সামরুল ইসলাম ওরফে সেন্টু মাষ্টার।
থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর মধ্যরাতে আম বাগানে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে ৩০০ আম গাছ কেটে ফেলে অভিযুক্তরা।
অভিযুক্তরা হলেন, ১। মোঃ আলম (৩৫), পেশা-কৃষিকাজ, পিতা-মোঃ আঃ জব্বার, সাং-শ্রীধরবাটী (পলাশডাঙ্গা) ২। মোঃ আবু সামা (৩৭), পিতা- মৃত ইয়াসিন আলী, সাং-আদমাদিঘী, ৩। মোঃ মনিরুল ইসলাম (৪০), পিতা-মৃত আরমান আলী, সাং- শ্রীধরবাটী, ৪। মোঃ আমিন উদ্দিন (৬০), পিতা-মৃত রেজাতুল্লাহ মন্ডল, ৫। মোঃ মর্তুজা (৩৮), পিতা-মোঃ মঞ্জুর আলী, ৬। মোঃ জামির আলী (৩০), ৭। মোঃ মোশারফ আলী (২৫), উভয় পিতা-মোঃ আমিন উদ্দিন, ৮। মোঃ এরশাদ আলী (৩৫), পিতা-মোঃ আঃ রশিদ, সর্ব সাং-শ্রীধরবাটী, সর্ব থানা-সাপাহার, জেলা- নওগাঁগণ সহ অজ্ঞাতনামা-১০/১২ জনের বিরুদ্ধে সাপাহার থানাধীন শ্রীধরবাটী মৌজাস্থ আরএস খতিয়ান-১১৬, দাগ নং-৪৬২, মোট ১ একর ৪৫ শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ আমবাগান করিয়া ভোগদখল করিয়া আসিতেছে সেন্টু মাষ্টার।
সেন্টু মাষ্টার অভিযোগ করেন, সকল বিবাদীগণ উক্ত জমি দখল করার জন্য বিভিন্ন সময়ে আমাকে হুমকী-ভয়ভীতি এবং চাঁদাদাবি করিয়া আসিতেছে। ইতিপূর্বে বিবাদীগণ আমার নিকট হইতে ৫ লক্ষ টাকা চাঁদাদাবি করিলে আমি চাঁদা না দেওয়ায় বিবাদীগণ আমার আমবাগানের ক্ষতিসাধন করিবে মর্মে আমাকে ভয়-ভীতি প্রদান করে। এরই জের ধরিয়া গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাত্রী আনুমানিক ১ টা থেকে দেড়টার মধ্যে সকল বিবাদীগণ দা, হাসুয়া, কুড়াল সহ একই অভিপ্রায়ে বে-আইনি জনতায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয় এবং দলবদ্ধ হইয়া উক্ত আমবাগানে অনধিকার প্রবেশ করিয়া বাগানের চারিপাশে থাকা জিআই তারের বেড়া, তালের খুটি উত্তোলন করে। এরপর আমবাগানে থাকা প্রায় ৩০০টি আম্রপালী জাতের আমগাছ কেটে ফেলে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধণ করে।
তিনি আরো অভিযোগ করেন, আমার জমির নিকটবর্তী বাড়ীর লোকজন সাক্ষী ১। মোঃ আঃ রহিম (৩০), পিতা-ইব্রাহিম হোসেন, ২। মোঃ আঃ সোবাহান (৩৭), পিতা-মোঃ আঃ সালাম, ৩। মো: আব্দুল করিম (৩৮), পিতা-আবু সাইদ, ৪। মোহাম্মদ আলী (৩৭), পিতা- কালু মন্ডল, ৫। ইব্রাহিম হোসেন (৫০), পিতা-মৃত ধলা মন্ডল, সর্ব সাং-শ্রীধরবাটী, থানা-সাপাহার, জেলা- নওগাঁগণ সহ স্থানীয় লোকজন আসিয়া বিবাদীদের উক্তরূপ অবস্থায় সচক্ষে দেখিতে পায় এবং আমাকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেন্টু মাষ্টার আমবাগানে গিয়ে বিবাদীদের বাধা নিষেধ করিলে বিবাদীগণ সেন্টু মাষ্টারের নিকট হতে পূর্বের ন্যায় নগদ ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করে। সেন্টু মাষ্টার চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদীগণ সেন্টু মাষ্টার কে হুমকি ও ভয়ভীতি দেখাইয়া ৪ পেটি জিআই তার এবং ১৫০ টি তালের খুটি যাহার মূল্য আনুমানিক ১,৫০,০০০/- (দেড় লক্ষ) টাকা অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া নিয়ে যায়।
সাক্ষীগণ সহ স্থানীয় বহু লোকজন ঘটনার বিষয়ে অবগত আছে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগনদের নিয়ে একাধীকবার বসিলে কোন মিমাংসা হয়নি। বর্তমানে অভিযুক্তরা বিভিন্ন ভাবে সেন্টু মাষ্টার কে ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছেন।
সামরুল ইসলাম (সেন্টু মাষ্টার) বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের দারে দারে ঘুরছেন।