Last Updated:
সুস্মিতা মণ্ডল, কাশিপুর: অ্যাসিড আক্রমণের ভয় দেখানোর পর টুকরো টুকরো করে খুন করার হুমকি, 100 ডায়েল ফোন করেন আই টি কর্মী তরুণী। সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, তার পর ভয়াবহ হুমকি! ২০২০ সালে সম্পর্কের শুরু, আর ২০২৩ সালে তা ভেঙে যায়। কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পরও শান্তি নেই অভিযোগকারিণীর। অভিযোগ, ২০২৪ সালে ওই আইটি কর্মী তরুণীকে তার অফিসের বাইরে ডেকে নিয়ে গিয়ে মারধর ও হুমকি দেয় অভিযুক্ত যুবক।
আরও পড়ুন- ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, ‘চেক’ এগিয়ে ধরতেই…ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল ক্যাশিয়ারের
তার হাতে ছিল অ্যাসিডের বোতল, আর সে হামলার ভয় দেখায় বলে অভিযোগ। আতঙ্কিত তরুণী কাশিপুর থানায় জেনারেল ডায়েরি (GD) করেন। পুলিশের তরফে অভিযুক্তকে ডেকে এনে মুচলেকা লেখানো হয় বলে অভিযোগকারিণীর দাবি। তিনি জানান, ওই যুবক বলেছে, “পিস পিস করে কেটে খুন করবে, অ্যাসিড ছুড়ে মারার হুমকিও দিয়েছে।”
আরও পড়ুন- ‘ধনকে দেখিলু…মনকে চিনলু নাই’ ভাইরাল গানের ‘নায়ক’ এখন কী করেন? জানলে আপনি চমকাতে বাধ্য
তবে সেখানেই শেষ হয়নি আতঙ্ক। শনিবার বারবার ফোন করেও তরুণী ফোন না ধরায়, অভিযুক্ত যুবক তাঁর বাড়ির সামনে গিয়ে হাজির হয় কাটারি জাতীয় ধারালো অস্ত্র, স্ক্রু ড্রাইভার ও ছুরি নিয়ে। প্রাণের ভয় পেয়ে তরুণী ১০০ নম্বরে ডায়েল করে পুলিশের সাহায্য চান। কাশিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।
আরও পড়ুন- বেয়ে বেয়ে উঠে যায় সোজা ঘিলুতে! জানেন, কোন ‘৬ সবজি’ ফিতাকৃমির আঁতুড়ঘর? ভয়ানক রোগ এড়াতে কী ভাবে খাবেন জানুন!
এছাড়াও অভিযোগ উঠেছে, অভিযুক্ত যুবক তরুণীর ব্যক্তিগত ছবি ভাইরাল করার হুমকি দিত। জানা গেছে, অভিযুক্ত একজন ডেলিভারি বয়।
তবে এই ঘটনায় এখনও মুখ খুলতে রাজি নন অভিযোগকারিণী। আগামীকাল সকাল ১১টা নাগাদ শিয়ালদহ আদালতে গিয়ে নিজের বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন তিনি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 03, 2025 3:11 PM IST
Next Article
Dakshineswar: স্নান করতে নেমেছিল দক্ষিণেশ্বরের গঙ্গায়, আচমকা চিৎকার…! তারপর যা ঘটল, অবিশ্বাস্যর চেয়েও অবিশ্বাস্য