রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

হরতালে লঞ্চ চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ২৯, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ


sadar ghat 20231029095838

ডেস্ক রিপোর্ট::  দেশ জুড়ে বিএনপি-জামাতের ডাকা হরতালে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই চাঁদপুর ভোলা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে গেছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চল থেকেও সদরঘাটে লঞ্চ ভিড়ছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে সদরঘাটে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম দেখা গেছে। একই সঙ্গে বুড়ীগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে।

চাঁদপুরগামী যাত্রী আব্দুল হালিম বলেন, গাড়ি চলছে কিন্তু আজকে গাড়ির থেকে লঞ্চে চলাচল বেশি নিরাপদ মনে করছি। নিজেদের মধ্যে তো হরতালের আতঙ্ক কিছুটা হলেও বিরাজ করছে। এ আতঙ্ক নিয়েই যাতায়াত করছি। সদরঘাটে আসতে তেমন কোনো বাধা পাইনি। যদিও রাস্তায় তেমন কোনো লোকজন ছিল না।

বোগদাদিয়া লঞ্চের আরেক যাত্রী সালমা বেগম বলেন, গতকাল যে ঘটনা (রাজধানীতে সহিংসতা) ঘটেছে তাতে আমরা সাধারণ মানুষেরা খুবই শঙ্কিত। আবার আজ হরতাল হওয়ার পরও লঞ্চ চলছে তাই ভাবলাম বাড়িতেই চলে যাই। যাত্রী সংখ্যা কম হলেও যথাসময়েই লঞ্চ ছেড়ে যাচ্ছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, লঞ্চ চলাচল কাল রাত থেকেই স্বাভাবিক। সকাল থেকেও সব রুটে লঞ্চ আসা যাওয়া করছে। তবে যাত্রী একদম কম। হরতালে বিশৃঙ্খলার ভয়ে যাত্রী সংখ্যা কম।

 

Print Friendly, PDF & Email



Source link

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত