নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক বিবৃতিতে এই আদেশ জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়,দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে গত ২০-০৯-২০২৪ তারিখে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ আপনার সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিলো। পরে এক আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।
বিবৃতিতে আরো বলা হয়, এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।
এ বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দল আমার পদ স্থগিত করে।
দল ফের আমার রাজনীতি ক্যারিয়ার ও সবকিছু বিবেচনা করে পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এজন্য পার্টির প্রতি আমি কৃতজ্ঞ। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা।
মাহবুবুর রহমান, নোয়াখালী প্রতিনিধি, ০১৮১১-৮০২৫৬৯