গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
দিনাজপুরের হিলিতে পুকুরে গোসল করতে নেমেপানিতে ডুবে রাহি মনি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১ টায় উপজেলার বোয়ালদাড় গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ওই শিশু বোয়ালদাড় গ্রামের রাসেল মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বর ডা: আসমা বেগম।
ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম জানান, শনিবার দুপুরে রাহিমনি বাড়ির পার্শে¦ পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে অথৈ পানিতে শিশুটি ডুবে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানি উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বর ডা: আসমা বেগম জানান, শিশু রাহি মনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।