স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: আগামী ১৪ নভেম্বর তারিখ চূড়ান্ত করে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২ ডিসেম্বর থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার দিন চূড়ান্ত করা হয়েছে। উভয় পরীক্ষার রুটিন অনুমোদন হয়েছে। তবে দুপুরে বৈঠকের পর বিকেলে পরীক্ষা দুটির রুটিন প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র সারাবাংলাকে এ খবরটি নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করতে আন্তঃশিক্ষাবোর্ডের বৈঠক আছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে রুটিন প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় বলছে, ১৪ নভেম্বর চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হলে শেষ হবে ২৩ নভেম্বর। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে দুপুরের পর বৈঠক করবে আন্তঃশিক্ষাবোর্ড। সেখান থেকে চূড়ান্তভাবে রুটিন প্রকাশ করা হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘এখনও রুটিন প্রকাশ করা হয়নি। বিকেলে এটি নিয়ে বৈঠক আছে। তবে রুটিন অনুমোদন পেয়েছে।’
সারাবাংলা/টিএস/একে