আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি ও তার সমমনা দলগুলো ২৫ আগস্ট পদযাত্রা অথবা গণমিছিল করবে। সেপ্টেম্বর মাসে সারাদেশে আদালত অভিমুখে যাত্রা করবে। এছাড়া একই মাসে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ অভিমুখে যাত্রা বা ঘেরাও কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির।
বিএনপি এবং সমমনা দলগুলোর একাধিক সূত্র থেকে এ সব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, বিএনপি নীতি নির্ধারকদের বৈঠকে এসব কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। তবে কর্মসূচির দিন তারিখ ঠিক হয়নি। শুধুমাত্র ২৫ আগস্ট গণমিছিল অথবা পদযাত্রা কর্মসূচি করার সিদ্ধান্ত নিতে পেরেছে। আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার পদযাত্রা বা গণমিছিল করার কর্মসূচি ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে বিএনপির এক নেতা নাম গোপন রাখার শর্তে জানান, আগস্ট মাস ও এইচএসসি পরীক্ষার বিষয়টি মাথায় রেখে কর্মসূচি ঘোষণা করব। তবে সেপ্টেম্বর মাসে আমাদের কঠিন কর্মসূচি থাকবে। হরতাল ছাড়া সব কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে। সারাদেশের আদালত ঘেরাও করা হবে। পেশাজীবী, শ্রমজীবী সংগঠনগুলো একযোগে মাঠে নামবে। শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনগুলোর কনভেনশনসহ বিভিন্ন কর্মসূচি থাকছে সেপ্টেম্বরে।
সারাবাংলা/এএইচএইচ/একে