নতুন তিনটি ব্রডব্যান্ড প্ল্যান আনলো BSNL
Bangla Editor | News18 Bangla | March 7, 2021, 3:24 PM IST
1/ 5


BSNL গ্রাহকদের জন্য সুখবর! তিনটি নতুন DSL ব্রডব্যান্ড প্ল্যান (Broadband Plan) হাজির হয়েছে সরকারী টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। সম্প্রতি ২৯৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৫৫৫ টাকার ব্রডব্যান্ড প্ল্যানগুলি নিয়ে এসেছে বিএসএনএল, যেগুলিতয়ে গ্রাহকরা ৫০০ জিবি পর্যন্ত FUP (ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা এবং ১০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাবেন। কিছু দিন আগে কোম্পানি ৪৭ টাকার সব থেকে সস্তার প্লান লঞ্চ করে ছিল। যার মূল কারণ ছিল গ্রাহকদের সংখ্যা বাড়ানো। জেনে নেওয়া যাক সংস্থার এই তিনটি নতুন প্ল্যানের সুবিধাগুলি…
2/ 5


বিএসএনএল (BSNL) ২৯৯ টাকার প্ল্যানটির নাম দিয়েছে ‘১০০ জিবি সিইউএল’। এই প্ল্যানটিতয়ে গ্রাহকরা ১০০ জিবি হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই ডেটা লিমিট শেষ হওয়ার পর ডেটা স্পিড ১০ এমবিপিএস এর থেকে কমে দাঁড়াবে ২ এমবিপিএসে। এই প্ল্যানটি মাত্র ৬ মাসের জন্য হবে এবং নতুন ব্যবহারকারীরা প্রথম ৬ মাসের জন্য ২৯৯ টাকার প্ল্যান সাবস্ক্রাইব করতে পারবেন, তার পরে আইএসপি (ISP) শেষে ৩৯৯ টাকার ডিএসএল (DSL) প্ল্যানে পরিবর্তিত হয়ে যাবে। ২৯৯ টাকার প্ল্যানের জন্য গ্রাহকদের ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট করতে হবে।
3/ 5


৩৯৯ টাকার প্ল্যানে প্ল্যানটির নাম ২০০জিবি সিইউএল’। এই ব্রডব্যান্ড প্ল্যানটিতে গ্রাহকরা (Broadband Plan) ২০০ GB ইন্টারনেট করতে পারবেন। এই ডেটা লিমিট শেষ হওয়ার পর ডেটা স্পিড ১০ এমবিপিএস এর থেকে কমে দাঁড়াবে ২ এমবিপিএসে। এই ডিএসএল ব্রডব্যান্ড প্ল্যানর জন্য ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট করতে হবে।
4/ 5


আর, ৫৫৫ টাকার প্ল্যানটির নাম ৫০০ডিএসএল। এই প্লানটিতে গ্রাহকরা ৫০০ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। এই ডেটা লিমিট শেষ হওয়ার পর ডেটা স্পিড ১০ এমবিপিএস এর থেকে কমে দাঁড়াবে ২ এমবিপিএসে। আগের দুতি প্লানের মতো এই প্লানটি ব্যবহারের জন্য গ্রাহকদের ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট দিতে হবে।
5/ 5


এই তিনটি প্লানের বিশেষত্ব হল এতে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও রয়েছে। সংস্থার পুরনো বা নতুন উভয় গ্রাহকরাই ২৯৯ টাকা এবং ৫৫৫ টাকার প্ল্যানটি উপভোগ করতে পারবেন। নতুন এই প্ল্যানগুলি ২০২১ সালের ১ মার্চ থেকে পাওয়া যাচ্ছে।