বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

Google Chrome-এ নিত্য কাজ হবে আরও সুবিধাজনক! আজই তৈরি করে নিন স্থায়ী Tab Group

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ১৮, ২০২৩ ৪:০৭ পূর্বাহ্ণ

google_ad_client = "ca-pub-4770550234200900"; /* footer2 */ google_ad_slot = "footer2"; google_ad_width = 300; google_ad_height = 250;


কাজের প্রয়োজনে নিয়মিত একই Tab নিয়মিত ব্যবহার করতে হয়। Google Chrome এই ক্ষেত্রে দিতে পারে এক বিশেষ সুবিধা। একটি Tab Group তৈরি করে নেওয়া যেতে পারে সহজেই। এতে Tab-গুলি খুঁজে পাওয়া সহজ হতে পারে। কীভাবে ব্যবহার করা যাবে এই ফিচার, দেখে নেওয়া যাক এক নজরে—

Chrome Flags-এর সাহায্যে Tab Group স্থায়ী করার পদ্ধতি—

Google ইতিমধ্যেই Tab Group ফিচার এনে ফেলেছে। তবে মেন মেনুতে সেটিংস নেই এখনও। তবে অন্য ভাবে এই Tab Group তৈরি করা যায়।

আরও পড়ুন: আবার ভোল বদল হোয়াটসঅ্যাপের, বদলে যাবে লুক, নতুন কী যোগ হচ্ছে এবারে?

প্রথমে যেতে হবে chrome://flags/-এ। সেখানে গিয়ে সার্চ করতে হবে Tab Groups Save। এখান থেকেই পাওয়া যাবে সুনির্দিষ্ট Flag-টি। সেটি বেছে নিয়ে Enable করে নিতে হবে। তারপর Chrome রি-স্টার্ট করতে হবে। Tab-এর উপর রাইট-ক্লিক করলেই Save অপশন আসবে এবং তা গ্রহণ করতে হবে।

Google Chrome-এ স্থায়ী Tab Group তৈরি করার উপায়—

এটি খুবই সহজ একটি পদ্ধতি। এই জন্য যেকোনও খোলা Tab-এ রাইট-ক্লিক করতে হবে। Add tab to group-এ খানিকক্ষণ মাউস রাখার পর ক্লিক করতে হবে New Group-এ। নিজের ইচ্ছে মতো একটা নাম দিয়ে Save group toggle-এ ক্লিক করে তাকে স্থায়ী করে ফেলতে হবে। সবটা হয়ে গেলে Enter টিপে দিতে হবে।

আরও পড়ুন: অক্টোবরের শেষে লঞ্চ করবে Vivo Y200 5G; দেখে নিন কেমন হতে পারে নতুন স্মার্টফোন

একই ভাবে কোনও স্থায়ী Tab Group আগে থেকে তৈরি করা থাকলে সেখানে নতুন কোনও Tab সংযোজিত করে ফেলা যায়। সেক্ষেত্রে খোলা Tab-এ রাইট-ক্লিক করে Add tab to the group-এ গিয়ে পছন্দের গ্রুপটি বেছে নিতে হবে। সেক্ষেত্রে খোলা Tab-টিকে টেনে (Drag) নিয়ে গিয়েও ফেলে দেওয়া যেতে পারে গ্রুপে।

Tab Group এডিট করার পদ্ধতি—

এই ফিচারে অনেক ধরনের সেটিংস নেই। তাই কাজ করা সহজ। Tab Group-এর নামের উপর গিয়ে রাইট-ক্লিক করলে Settings দেখা যাবে। সেখানে গিয়েই নাম বদলে দেওয়া যাবে। সেভ করে রাখা বা কোনও Tab সরিয়ে ফেলা, গ্রুপটাই ডিলিট করে দেওয়া—সবই করা যাবে

Google বহু ফিচার নিয়ে কাজ করছে যাতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভাল করা যায়।

Published by:Sayani Rana

First published:

Tags: Google, Google Chrome



Source link

সর্বশেষ - খেলাধুলা