কলকাতা : তমলুকের পর এ বার হিঙ্গলগঞ্জ ৷ ফের ইয়াস বিধ্বস্ত এলাকায় ত্রাণ নিয়ে ছুটছে ইমন চক্রবর্তী ৷ সোশ্যাল মিডিয়ায় প্রস্তুতির ছবি দিয়েছেন গায়িকা ৷ সেখানে দেখা যাচ্ছে ত্রাণ গোছানো হচ্ছে নিয়ে যাওয়ার জন্য ৷ ইমন জনিয়েছেন শনিবার তাঁরা ত্রাণ নিয়ে যাবেন হিঙ্গলগঞ্জে ঘূর্ণিঝড় পীড়িত মানুষের কাছে ৷
তবে গায়িকাকে ট্রোল করার ধারা অব্যাহত ৷ বেশিরভাগ নেটিজেনরা সাধুবাদ জানালেও অনেকেই আপত্তি তুলেছেন সেবার ছবি প্রচার করার জন্য ৷ এর আগেও ট্রোলড হয়েছেন ইমন ৷ তবে ট্রোলিং উড়িয়ে বৃহস্পতিবার তিনি ফেসবুক লাইভে শেয়ার করেন নিজের তমলুক সফর ৷ কলকাতা থেকে শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে তিনি তমলুক পৌঁছন ৷ আর্তদের হাতে তুলে দেন প্রয়োজনীয় জিনিসপত্র ৷ ইমনের সঙ্গীতশিক্ষার প্রতিষ্ঠানের পাশাপাশি আরও কিছু সংস্থা সামিল হয়েছে এই উদ্যোগে ৷ তাদের ধন্যবাদ জানান শিল্পী ৷
প্যাকেটবন্দি করা হচ্ছে ত্রাণসামগ্রী, ছবি-ইমনের ফেসবুক
কিছু দিন আগেই ইমন রক্তদান করেছেন ৷ কিন্তু এত সব কিছুর পরেও ট্রোলিং তাঁর নিত্যসঙ্গী ৷ রক্তদান করার ছবি তিনি কেন শেয়ার করেছেন ফেসবুকে ? উল্কি করালে কি রক্তদান করা যায়? এরকম আরও বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি তাঁকে হতে হয়েছে ৷ ইয়াস নিয়ে তাঁর স্বামী নীলঞ্জনের একটি ফেসবুক পোস্ট ঘিরেও ট্রোলিং চর্চা চরমে ওঠে ৷ তবে সাম্প্রতিক সময়ে ইমনকে ঘিরে ট্রোলিংয়ের ধারা শুরু হয়েছিল কিছু মাস আগেই ৷ ‘সারেগামাপা’-র ফাইনালে প্রভাব খাটিয়ে ইমন বিজয়ী নির্ধারণ করেছেন, এই অভিযোগে তাঁকে কদর্য আক্রমণ করে বসেন নেটিজেনরা ৷ শিল্পীর আক্ষেপ, অনেক নেটিজেনই ব্যক্তিগত পরিসরে নাক গলান ৷ তাঁর কথায়, ঘরে বসে ট্রোল না করে বরং মানুষের পাশে দাঁড়ান ৷
তবে ইমন জানেন, বার বার বলা সত্ত্বেও ট্রোলিং বন্ধ হবে না ৷ নেটিজেনদের একাংশের আচরণে থমকে যেতে বা পিছু হটতে রাজি নন তিনি ৷ বুঝিয়ে দিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী এই শিল্পী ৷ সমাজসেবায় ধারায় আপাতত বুঁদ ইমন চক্রবর্তী ৷