কলকাতা: সোশ্যাল মিডিয়ার আজকাল প্রচুর মজার মিম ভাইরাল হয়। তবে একটি সহজ প্রশ্নের উত্তর হয়তো কারও কাছে নেই। কোন মোবাইল ফোন ভারতে প্রথম এসেছিল? উত্তর না জানলে এই খবরটি অবশ্যই পড়ুন।
সম্প্রতি Quora-তে একজন এই প্রশ্ন জিজ্ঞাসা করেন। “কোন মোবাইল কোম্পানি ভারতে প্রথম এসেছিল?” অনেকেই নোকিয়া বা স্যামসাং-এর বিভিন্ন মোবাইল-এর মডেলের নাম বলেছেন।
নোকিয়া একসময় ভারতীয় মোবাইল বাজারের দখল নিয়ে রাজত্ব করেছিল। তাই অনেকেই ভেবে নেন, ভারতে প্রথম মোবাইল নোকিয়ার। তবে নকিয়া বা স্যামসাং নয়, ভারতের প্রথম মোবাইল ছিল অন্য একটি সংস্থার। সেটা অনেকেই জানেন না।
আরও পড়ুন- পুজোর মুখে এল সুইগি ওয়ান লাইট, এক্সট্রা ছাড়, বিনামূল্যে ডেলিভারি!
মোটোরোলা ভারতের বাজারে মোবাইল ফোন প্রবর্তন করেছিল। তাদের আইকনিক মডেল DYNTAC 8000X চার দশকেরও বেশি আগে ভারতীয় বাজারে এসেছিল।
প্রথম নজরে দেখলে সেই মোবাইল সাদা রঙের ইটের মতো মনে হতে পারে। বেতার যোগাযোগ প্রযুক্তিতে এই মোবাইল চলত।
এখনকার আধুনিক স্মার্টফোনগুলি বিদ্যুতের গতিতে চার্জ হয়। তবে সেই সময় DYNTAC 8000X সম্পূর্ণরূপে চার্জ হতে ১০ ঘন্টা সময় নিত৷ এমনকী পুরো চার্জের পরও তাতে শুধুমাত্র ৩০ মিনিটের বেশি কথা বলা যেত না।
আরও পড়ুন- গিজার কিনতে চাইছেন? তাহলে এটাই সঠিক সময়! খুব সস্তায় পাওয়া যাচ্ছে! জানুন
DYNTAC 8000X এর ভারী ওজনের কারণেও জনপ্রিয় হয়েছিল। সেই ফোনের ওজন ছিল ৭৯০ গ্রাম। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল অনেকের কাছেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mobile, Smartphones