Last Updated:
সিঙ্গাপুর: একজন ভারতীয় নাগরিককে বুধবার সিঙ্গাপুরে সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ তার বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানি ও শারীরিক নিগ্রহের অভিযোগ প্রমাণিত হয়েছে৷
বছর ২৬-এর এরাক্কোদান আবিনরাজ নামের ওই ব্যক্তি তার প্রতিবেশীর বাড়িতে ঢুকে ৩৬ বছর বয়সী এক মহিলাকে শ্লীলতাহানি করেন৷
জানা গিয়েছে, ওই মহিলা তার স্বামীর সঙ্গে মাস্টার বেডরুমে ঘুমাচ্ছিলেন, এবং তার মেয়ে অন্য একটি ঘরে ছিল৷ আবিনরাজ ২২ সেপ্টেম্বর সকাল ৪.৫০ টার দিকে ব্যালকনি দিয়ে বাড়িতে প্রবেশ করে৷ এরপর সে ঘরে ঢুকে ওই মহিলার অন্তর্বাস স্পর্শ করে৷ মহিলা তখন ঘুমােচ্ছিলেন।
আঁতকে জেগে ওঠেন ওই মহিলা৷ তিনি অনুভব করেন কেউ তাকে স্পর্শ করছে৷ একটি চ্যানেল নিউজ এশিয়া রিপোর্টে বলা হয়েছে, অভিযুক্ত ওই মহিলার পাশে স্বামীকে শুয়ে থাকতে দেখে চমকে যান, এবং টর্চ লাইট নিয়েই ঠায় দাঁড়িয়ে থাকেন৷
আরও পড়ুন: রিলের জন্য চলন্ত ট্রেনে যাত্রীকে সপাটে চড়! RPF ধরতেই ইউটিউবারের যা হল…দেখুন ভিডিও
আতঙ্কে এরপর ওই মহিলা চিৎকার করে ওঠেন৷ তখন তার স্বামীও জেগে ওঠে৷ তিনি আবিনরাজের মুখোমুখি হন এবং তাকে ঘর ছেড়ে যেতে বলেন। এই সময় ওই অভিযুক্ত ভয়ে প্রস্রাব করেন এবং তাকে পুলিশ না ডাকতে অনুরোধ করেন।
ওই মহিলা এরপর পুলিশকে ফোন করেন এবং আবিনরাজ পুলিশ আসা পর্যন্ত ওই ঘরেই দাঁড়িয়ে ছিলেন৷ তারপর সে তার অনুপ্রবেশের কথা স্বীকারও করেন। তিনি এটাও বলেন যে, ওই মহিলাকে তিনি স্পর্শ করেননি৷ মিথ্যে কথা বলা হচ্ছে তার নামে৷
এরপর পুলিশ তদন্ত চালাও ও অভিযুক্তকে গ্রেফতার করে৷
Kolkata,West Bengal
March 06, 2025 2:16 AM IST
Man Urinates in Fear: মহিলার বাড়িতে ঢুকে তাকে শারীরিক হেনস্থা! স্বামী জেগে উঠতেই ভয়ে প্যান্টে প্রস্রাব ব্যক্তির, জানুন সেই ঘটনাটি
মহিলা গ্রাম প্রধানের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ! রাতে একা দেখা করতে বলে ফোন, হরিয়ানায় BDO-এর বিরুদ্ধে মামলা