জনপ্রিয় কোম্পানি Samsung ভারতে তাদের নতুন একটি ফিচার চালু করেছে। Samsung কোম্পানি তাদের Samsung Wallet পরিষেবাতে নতুন একটি ফিচার যোগ করেছে। Samsung কোম্পানির গ্যালাক্সি ফোনের ইউজারদের Samsung Wallet-এ তাঁদের আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ আইডি কার্ড সংরক্ষণ করার অনুমতি দিচ্ছে। এছাড়াও ইউজাররা ভ্রমণের সময় ফ্লাইট/ট্রেন বোর্ডিং পাস বা একটি COWIN শংসাপত্রও Samsung Wallet-এ স্টোর করতে পারেন।
আরও পড়ুনঃ সামান্য ভুলেই সব শেষ! চরম ক্ষতির হাত থেকে বাঁচুন, স্মার্টফোন সুরক্ষিত রাখতে এইগুলি করছেন তো?
Samsung কয়েক বছর আগে ভারতে Pay ডিজিটাল পরিষেবা চালু করেছিল এবং যাঁরা তাঁদের পেমেন্ট কার্ড সর্বত্র বহন করতে চান না তাঁদের জন্য এটি ডিজিটাল পেমেন্টের একটি জনপ্রিয় মোডে পরিণত হয়। Samsung-এর তরফে জানানো হয়েছে যে তাদের গ্যালাক্সি ফোনে Samsung Wallet-এর মাধ্যমে Pay এবং Samsung Pass একত্রিত করা হয়েছে।
Samsung কোম্পানির এই Wallet এই বছরের শুরুতেই বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করেছিল। এখন এটি লক্ষ লক্ষ ভারতীয়দের জন্য উপযোগী হবে যাঁরা Samsung Galaxy ফোনের মালিক। কোম্পানি এই ইউজারদের জন্য নতুন ফিচারও নিয়ে আসছে, যেমন তাঁদের গাড়ির জন্য FASTag রিচার্জ করা, ওয়ালেটে ট্রেনের টিকিট বুক করা এবং স্টোর করা। যাঁরা প্লেনে ট্রাভেল করেন সেই সকল ইউজারদের Samsung বোর্ডিং পাস এবং অন্যান্য আইডি স্টোর করার বিকল্প দেওয়া হবে, যা বিমানবন্দরে ডকুমেন্ট নিরাপদে রাখতে সহায়তা করবে।
Samsung-এর তরফে জানানো হয়েছে যে, “Samsung R&D Institute, Bangalore (SRI-B)-এর ইঞ্জিনিয়ার, ডিজাইন এবং প্রোডাক্ট ম্যানেজারদের একটি দল এই Samsung Wallet-এর নতুন ফিচার তৈরি করেছে। Samsung R&D Institute, Bangalore (SRI-B) হল কোরিয়ার বাইরে Samsung কোম্পানির বৃহত্তম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। Samsung কোম্পানির গ্যালাক্সি ফোনের জন্য এই ফিচার তৈরি করা হয়েছে, যা SRI-B এর মাধ্যমে নির্দিষ্ট করে ভারতের জন্য তৈরি।”
Samsung এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ইউজারদের সমস্ত নথি ওয়ালেট অ্যাপের সঙ্গে ডিভাইসেই স্টোর করা থাকবে এবং এটি তাদের সার্ভারে স্টোর করা হয় না। ডেবিট/ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করার পাশাপাশি Samsung Wallet এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে UPI অর্থপ্রদানকেও সাপোর্ট করে৷ এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy ফোনে Wallet ব্যবহার করার উপায়।
Samsung-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওয়ালেট অ্যাপটি গ্যালাক্সি ফোনে আগে থেকে ইনস্টল করা আছে এবং ইউজাররা লক স্ক্রিন বা ফোনের হোম স্ক্রিন থেকে স্ক্রিনটি উপরের দিকে সোয়াইপ করে এটি অ্যাকসেস করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SamSung, Smartphone