#কলকাতা: রেসিপি পোস্ট করবেন খোদ সঞ্জীব কাপুর, আর তা ভাইরাল হবে না এমনটা যেন হতেই পার না। সেলিব্রিটি শেফ সঞ্জীব কাপুরের কল্যাণেই তো ভিডিও দেখেই রান্নায় হাত পাকিয়ে ফেললেন কত আনাড়ি রাঁধুনি। সেই সঞ্জীব কাপুরই কিনা ট্রোলড হলেন সোশ্যাল মিডিয়ায়। তাও আবার এক অভিনব রেসিপির জন্যই!
গত ১৮ এপ্রিল মালাবার পনিরের রেসিপি টুইট করেন সঞ্জীব। লেখা ছিল, নারকেলের দুধ ও মশলা সমৃদ্ধ পনিরের এর অভিনব রেসিপি। আর এতেই বেজায় চটে যান মালায়লিরা। তাদের বক্তব্য, কোনও খাবারের নামের সঙ্গে মালাবার কথাটা জুড়ে দিলেই তা মালাবার পদ হয়ে যায় না। কেরলের মানুষরা পনির খান না। মালাবার পদ মানেই চিকেন, মাটন, বিফ বা সিফুড হবে সেই পদের প্রধান উপকরণ।
আরও পড়ুন: গরমে কি ঘি খাওয়া উচিত? জেনে নিন
একের পর এক টুইটের আঘাতে চাপে পড়ে যান শেফ। কেউ লেখেন নিজে মালায়লি হয়েও কোনও দিন এমন কোনও পদ খাননি তিনি। কেউ কেউ আবার তাঁকে অনুরোধ পাঠাতে থাকেন বাঙালি থেপলা, আইয়ার ভিন্দালু পর্ক কারির। দেখে নিন এমনই কিছু টুইট।
Sir your recipes have become boring and horrible. ur passion is missing. you need to take some break.
— Meeth (@superduperking7) 19 April 2018
Sir Please make Bengali Theplas!!
— Vivaan Hilal (@HilalVivaan) 18 April 2018
Sir ji, please give recipe for Lucknow style Avial also. https://t.co/kAdXLhXAfd
— Madhu Menon (@madmanweb) 18 April 2018
Sir…also share IYER Vindaloo Pork curry recipe…
— Mahesh Senthikumar (@MaheshSenthi) 19 April 2018