Schedule Message in iPhone: বর্তমান দুনিয়ায় কারও সঙ্গে যোগাযোগ রক্ষা করার সব থেকে সহজ ও গুরুত্বপূর্ণ উপায় হল ‘টেক্সট মেসেজ’ (Text Message)। কিন্তু, অনেক সময়ই দেখা যায় সময়ের কারণে টেক্সট মেসেজ করা সম্ভব হয় না। আবার অনেক এমনও হয়, যখন মেসেজ করার কথা মনে পরে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর। এ জন্য একটি ভালো উপায় হল টেক্সট মেসেজ শিডিউল (Text Message Schedule)। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনও মেসেজ পাঠাতে (Sent) কেউ ভুলে যাবেন না।
সব থেকে মজার কথা হল এই ফিচারের দৌলতে আর কেউ জন্মদিন, বিবাহবার্ষিকী বা কোনও গুরুত্বপূর্ণ দিনে কাউকে শুভেচ্ছা (Wish) পাঠাতে ভুলে যাবেন না! যাঁদের iPhone 13, iPhone 12, iPhone 11, iOS 13 মডেলের ফোন এবং নতুন অপারেটিং সিস্টেমের ফোন রয়েছে, তাঁরা খুব সহজেই এই টেক্সট মেসেজ শিডিউল করে রাখতে পারবেন। এক নজরে দেখে নিন সেই উপায়।
iPhone 12 এবং iPhone 13 এর টেক্সট মেসেজ শিডিউল করার উপায় –
স্টেপ ১ – এর জন্য প্রথমে খুলতে হবে iPhone-এর শর্টকার্ট অ্যাপ (Shortcut App)।
স্টেপ ২ – এরপর ক্লিক করতে হবে অটোমেশন অপশন। এই অপশন রয়েছে স্ক্রিনের নীচের দিকে।
আরও পড়ুন – সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
স্টেপ ৩ – প্রথমবার এই বিশেষ ফিচার ব্যবহার করার সময় ক্লিক করতে হবে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন (Create Personal Automation)অপশনে। তার পর থেকে ক্লিক করতে হবে যোগ (+) চিহ্নে। এটি রয়েছে স্ক্রিনের ডানদিকের উপরের কোণায়। এরপর বেছে নিতে হবে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন (Create Personal Automation)।
স্টেপ ৪ – এরপর ক্লিক করতে হবে সময় এবং তারিখ-এ। এর ফলে তৈরি হয়ে যাবে একটি স্বয়ংক্রিয় (Automatic) মেসেজ শর্টকার্ট।
এটি মাত্র একবারের জন্যও করা যাবে। এক নজরে দেখে নিন সেই উপায়।
স্টেপ ৫ – প্রথমে সময় সেট করার পরে ক্লিক করতে হবে নেক্সট (Next) অপশনে। এরপর ক্লিক সিলেক্ট করতে হবে অ্যাড অ্যাকশন (Add Action)।
আরও পড়ুন – ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
স্টেপ ৬ – এরপর বেছে নিতে করা হবে কন্টাক্ট এবং ক্লিক করতে হবে নেক্সট অপশন।
স্টেপ ৭ – এরপর ক্লিক করতে হবে মেসেজ অপশনে। এরপর মেসেজ টাইপিং করে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে।
স্টেপ ৮ – এরপর ডাবল চেক করতে হবে নিজেদের অটোমেশন এবং ডিসিলেক্ট করতে হবে আসক বিফোর রানিং অপশন। এরপর শুধু একটি অপশনে ক্লিক করতে হবে। সেটি ডান অপশন।
স্টেপ ৯ – কিন্তু, যারা টেক্সট মেসেজ শুধুমাত্র একবারের জন্য শিডিউল করতে চান, তাদের টেক্সট মেসেজ সেন্ট করার পরেই ডিলিট করে দিতে হবে অটোমেশন। এরপর সেই নাম বেছে নিতে হবে যা বাদিকে রয়েছে এবং ডিলিট অপশনে ক্লিক করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।