How to Take Screenshots in Windows: এই মূহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম (Google Chrome)। আমরা অনেকেই বহু বছর ধরে এই ক্রোম ব্যবহার করলেও গুগলের বেশ কিছু ফিচার আমাদের এখনও অজানা। ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও দ্রুত করতে গুগল ক্রোমেরর একাধিক ফিচার রয়েছে। এদের মধ্যে গুগল ক্রোম স্ক্রিনশট টুল অন্যতম। গুগল ক্রোমের এই ফিচারে একাধিক মেনু রয়েছে যার সাহায্যে ব্যবহারকারীরা লিঙ্ক কপি করা, ডিভাইসে লিঙ্ক পাঠানো, QR কোড করা, প্রিন্ট বা স্ক্রিনশটের মতো আরও নানা কিছু করতে পারেন।
গুগল ক্রোমের এই ফিচারের সাহায্যে গ্রাহকরা যে কোনও ওয়েবপেজের স্ক্রিনশট নিতে পারেন। এই স্ক্রিনশট টুলটি অন্যান্য থার্ড পার্টি স্ক্রিনশট টুলের সাহায্য না নিয়েই করা যাবে। এতে ব্রাউজারে থার্ড পার্টির ব্যবহারের ঝুঁকি থাকছে না।
কীভাবে গুগল ক্রোমি স্ক্রীনশট অপশন এনাবেল করতে হবে?
আরও পড়ুন – এর লাভজনক অফার, একবার রিচার্জ করে সারা বছর কলিং, ডেটা ফ্রি!
গুগল ক্রোমে কীভাবে স্ক্রিনশট নেওয়া যাবে?
আরও পড়ুন – WhatsApp দিয়ে কী ভাবে ব্যবহার করবেন Digilocker? দেখে নিন এক নজরে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google Chrome, Laptop, Tech tips, Windows