#কলকাতা: বাড়িতে বিয়ের বা অন্য উৎসব হোক বা পুজোর দিন- বাড়ির মেয়েরা এবং গৃহিণীরা সবসময় মেহেন্দি লাগাতে খুবই পছন্দ করেন। আগে উত্তর ভারতে মেহেন্দির প্রচলন বেশি থাকলেও এখন ভারতের সব সম্প্রদায়ের মধ্যেই মেহেন্দি লাগানোর রেওয়াজ ছড়িয়ে পড়েছে।
কিন্তু অনেকেই মেহেন্দি লাগানোর পর অভিযোগ করেন তাঁদের হাতে মেহেন্দির রঙ কিছুতেই ভালো ফুটে ওঠে না। তাই তাঁরা বাজারের মেহেন্দি লাগান। আজকাল বাজারে অনেক ধরনের মেহেন্দি পাওয়া যায়, যেগুলো কিছুক্ষণ লাগিয়ে রাখলেই হাতে গাঢ় রঙ ফুটে ওঠে। কিন্তু ঐতিহ্যবাহী মেহেন্দিতে যে রঙ ও সুগন্ধ থাকে তা বাজারচলতি মেহেন্দিতে যে থাকবে না তা বলাই বাহুল্য। বিশেষ করে বাজারচলতি মেহেন্দিতে অনেক ধরনের কেমিক্যাল থাকে যা আমাদের ত্বকেও নানা খারাপ প্রভাব ফেলে।
এখন প্রশ্ন হল বাড়িতে তৈরি মেহেন্দিতে কীভাবে রঙ ধরে রাখা সম্ভব? তাহলে এবারে জেনে নেওয়া যাক কীভাবে কিছু সহজ টিপস অনুসরণ করেই বাড়িতে তৈরি মেহেন্দির রঙ ধরে রাখা সম্ভব, এই পদ্ধতিগুলি আজ থেকে বহু বছর থেকে আমাদের বয়োজেষ্ঠ্যরা মেনে আসছেন। মেহেন্দি সুন্দর এবং ঘন করতে এই টিপসগুলি দারুণ উপকারী।
প্রথমত, মেহেদি শুকানোর পরও কয়েক ঘণ্টা পর্যন্ত কোনও ভাবেই হাতে জল লাগানো যাবে না, সে ক্ষেত্রে মেহেন্দি ধোওয়ার আগে হাতে ভালো করে তেল মেখে নিতে হবে।
মেহেন্দি শুকানোর পর হাতে মেহেন্দির ওপর তুলোর সাহায্যে লেবুর রস ও চিনির মিশ্রণ কিছুক্ষণ পর পর লাগিয়ে শুকাতে দিতে হবে। এই দ্রবণটি জলে মেহেন্দি ধোওয়ার আগে কয়েকবার লাগানো যেতে পারে।
মেহেন্দি শুকানোর পর আচারে থাকা সর্ষের তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, এতে হাতে দারুন গাঢ় রঙ হয়।
এছাড়াও মেহেন্দির রঙ ধরে রাখতে তাওয়া মৃদু আঁচে রেখে তাতে চার-পাঁচটি লবঙ্গ রাখার পর, লবঙ্গের ধোঁয়ায় মেহেন্দির হাত ভালো করে মেলে ধরতে হবে, এতে অনেকটাই গাঢ় রঙ আসে।
এমনটা বলা হয় মেহেদি শুকিয়ে গেলে তার ওপর চুন ঘষলে রঙ আরও গাঢ় হয়।
মেহেদি শুকানোর পর তুলোর সাহায্যে হাতে সরষের তেল বা পিপারমিন্ট তেল লাগানো যেতে পারে, তাতেও রঙ খুলবে।
ভিক্স এবং আয়োডেক্সের মতো বাম লাগালেও তার প্রভাবে মেহেদির রঙ ঘন এবং গাঢ় হয়ে ওঠে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lifestyle Hacks