বুধবার , ১০ আগস্ট ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

WhatsApp tips and tricks know how to use chatlist-filters in iphone

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ১০, ২০২২ ১:১৩ অপরাহ্ণ


বর্তমানে WhatsApp, Telegram, Signal-এর মতো একাধিক অ্যাপের দাপটে রীতিমতো জলবৎ তরলং মোবাইলে অনলাইন চ্যাটিং। তবে এমন জলের মতো সহজ অভিজ্ঞতার জন্য সবার আগে যেটা দরকার সেটা অবশ্যই শক্তিশালী ইন্টারনেট পরিষেবা। এর মাধ্যমে শুধু যে টেক্সট বা লেখ্য বার্তা পাঠানো যায় তা-ই তো নয়, বরং অতি সহজে এবং দ্রুত পৌঁছে দেওয়া যায় ছবি, ভিডিও, GIF, স্টিকার, যে কোনও ডকুমেন্ট, ভয়েস নোট ইত্যাদি। এমনকী Whatsapp ব্যবহার করে এখন টাকা পাঠানোও যায়। তবু WhatsApp-এর অন্যতম জনপ্রিয় ফিচার কিন্তু সেই চ্যাটিং।

আর সেই জনপ্রিয়তাকে অব্যহত রাখতে WhatsApp একের পর এক নতুন ফিচার আনছে। চ্যাটিংয়ের ক্ষেত্রে আগেই নানা রকম মজাদার ব্যবস্থা পাওয়া যেত WhatsApp-এ। যেমন, ওয়ালপেপার, ফন্টসাইজের পরিবর্তন, চ্যাটের স্টাইলে বদল করা যেত সহজে। গুরুত্বরপূর্ণ তিনটি চ্যাট পিন করে রাখা যেতে একেবারে উপরে। আর এ বার চ্যাটলিস্ট ফিল্টারও ব্যবহার করা যাবে।

আরও পড়ুন – সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

iPhone-এ এই বিশেষ ফিচার কী ভাবে পাওয়া যাবে, দেখে নেওয়া যাক এক নজরে।

তবে তারও আগে জেনে নেওয়া যাক কী এই চ্যাটলিস্ট ফিল্টার, কী ভাবে কাজ করে এই বিশেষ ব্যবস্থা। সূত্রের খবর, এই চ্যাটলিস্ট ফিল্টারের মাধ্যমে কোনও ব্যবহারকারী সহজেই তাঁর প্রয়োজনীয় চ্যাটটি খুঁজে পেতে পারেন। শুধু তাই নয়, কোনও নির্দিষ্ট বার্তা, ছবি, লিঙ্ক, ডকুমেন্ট, GIF ইত্যাদিও চটজলদি খুঁজে নেওয়া যাবে।

আরও পড়ুন – বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

এ জন্য কয়েকটি পদক্ষেপ করতে হবে —

১. এ জন্য প্রথমেই নিজের ফোনে WhatsApp Business ইনস্টল করে নিতে হবে।

২. অ্যাপটি খুলে উপরের দিকে Search অপশনে ট্যাপ করতে হবে।

৩. iPhone-এর ক্ষেত্রে চ্যাট স্ক্রিন সোয়াইপ করে নিচে নেমে আসতে হবে।

৪. এরপর যে চ্যাটটি ব্যবহারকারী বেছে নিতে চান সেটিতে ফিল্টার সিলেক্ট করে নিতে হবে ড্রপডাউন লিস্ট থেকে।

৫. তবে মনে রাখতে হবে, এই ফিল্টার কিন্তু এর পরে আর মুছে ফেলা বা বদলে ফেলা যাবে না।

৬. অনেক সময়ই বিজনেস অ্যাপের ক্ষেত্রে ক্রেতারা তাঁদের ছবি পাঠান বিক্রেতার সামগ্রী ব্যবহার করে। যা ভবিষ্যৎ প্রচারের কাজে লাগাতে পারেন বিক্রেতা। এই Photo Chatlist ব্যবহার করে সেই সব ছবি সহজেই খুঁজে পেতে পারেন WhatsApp ব্যবহারকারী।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Whatsapp, WhatsApp Tips



Source link

সর্বশেষ - খেলাধুলা