WhatsApp to stop working on these iPhones: আর কাজ করবে না Whatsapp। এ বার বেশ কিছু iPhone-এ কাজ করা বন্ধ করে দিতে চলেছে বিশ্বের জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। আসলে Whatsapp একটি নতুন আপডেটের কথা ঘোষণা করেছে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থাটি দাবি করেছে, এ বছরের শেষ দিকেই iOS 10 এবং iOS 11 ডিভাইসে আর কাজ করবে না Whatsapp।
WABetaInfo রিপোর্ট অনুসারে, WhatsApp-এর তরফ থেকে iOS 10 বা iOS 11-এ চলা iPhone ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। আগামী ২৪ অক্টোবরের পর থেকে ওই ফোনগুলিতে আর WhatsApp ব্যবহার করা যাবে না। যদি তা ব্যবহার করতে হয়, তা হলে তাদের iPhone আপডেট করতে হবে। কী ভাবে করা যাবে iPhone আপডেট? তাও সতর্কবার্তায় উল্লেখ করেছে Whatsapp—
প্রথমেই Settings > General এ যেতে হবে। তারপরে লেটেস্ট iOS ভার্সন পাওয়ার জন্য Software Update করে নিতে হবে।
আরও পড়ুন – iPhone-এর ব্যাটারি নিঃশেষিত হচ্ছে দ্রুত? আপনার হাতেই রয়েছে সহজ উপায়
আরও পড়ুন – WhatsApp Pay-তে এবার থেকে নতুন নিয়ম চালু! আর টাকা জালিয়াতির ভয় থাকবে না!
এখনও সারা বিশ্বে যত iPhone চলে তার বেশির ভাগই iOS 10 এবং iOS 11-এ৷ iPhone লাইনআপে মাত্র দু’টি ডিভাইস রয়েছে— iPhone 5 এবং iPhone 5c৷ ২৪ অক্টোবরের পর থেকে আর এই ফোনগুলিতে Whatsapp কাজ করবে না। তবে যাঁরা iPhone 5s বা iPhone 6 ব্যবহার করছেন, তাদের জন্য WhatsApp আপাতত কাজ চালিয়ে যাবে। ভবিষ্যতে যদি এই ফোনগুলিতেও Whatsapp কাজ করা বন্ধ করে দেয়, তা হলে তা গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।
Whatsapp তার নিজস্ব সাপোর্ট পেজে জানিয়েছে, মেসেজিং অ্যাপটি সচল রাখতে গেলে iPhone ব্যবহারকারীদের iOS 12 বা তার চেয়ে নতুন ভার্সানে ফোন চালাতে হবে। অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য অ্যান্ড্রয়েড 4.1 বা তার নতুন সংস্করণ প্রয়োজন।
অ্যাপল আগামী মাসে WWDC 2022-এর সময় iOS 16 প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এ বছরের শেষের দিকে তা রোল আউট করা হতে পারে। সম্ভবত সে সময়ই সংস্থার তরফে iPhone 14 সিরিজ লঞ্চ করা হবে। iOS 16 সিস্টেমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার নতুন উপায় এবং কিছু “Fresh Apple Apps” নিয়ে এসেছে বলে একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।