1/ 5
তরুণ সোশ্যাল মিডিয়া ইউজারদের কাছে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় প্ল্যাটফর্ম হল Instagram। Facebook মালিকানাধীন এই চ্যাটিং প্ল্যাটফর্মে রয়েছে যাবতীয় সুবিধা। তবে অনেক সময় অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা নানা অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়। কখনও প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের মেসেজ ও রিকোয়েস্ট নাজেহাল হয়ে ওঠে তারা। এর পিছনে অনেক অসৎ উদ্দেশ্যও থাকে। এবার তাদের সুরক্ষায় ব্যবস্থা নিতে চলেছে Instagram। এক্ষেত্রে প্রয়োজনে অ্যাকাউন্টগুলিকে ব্লক ও রিপোর্ট করতে পারবে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা। তাদের উপর নজরদারি চালানোর জন্য একটি মডারেশন সিস্টেমও সক্রিয় থাকবে।
2/ 5
বেশ কয়েকটি বিষয়ের উপর নজরদারি চালাবে Instagram। সংস্থার বক্তব্য, Instagram-এর মডারেশন সিস্টেমে প্রাপ্তবয়স্কদের তরফে কোনও রকম সন্দেহজনক পদক্ষেপ দেখলেই নোটিশ বা রিমাইন্ডার এসে যাবে। তার পর সেই মতো পদক্ষেপ করবে এই সোশ্যাল চ্যাটিং প্ল্যাটফর্ম। এই মডারেশন সিস্টেম কী ভাবে কাজ করবে, তা নিয়ে অবশ্য বিস্তারিত জানানো হয়নি। এক্ষেত্রে যদি ১৮ বছরের নিচে কোনও ব্যবহারকারীকে বার বার ফ্রেন্ড বা মেসেজ রিকোয়েস্ট পাঠানো হয়, তাহলে তড়িঘড়ি ব্যবস্থা নেবে এই নতুন ফিচার। এই মাসেই বেশ কয়েকটি দেশে উপলব্ধ হবে ফিচারটি। মাস কয়েকের মধ্যেই গোটা বিশ্বে কাজ শুরু করবে এটি।
3/ 5
সম্প্রতি এক প্রেস বিবৃতিতে Instagram-এর তরফে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। Instagram-এর বার্তা, নতুন যাঁরা ইনস্টা অ্যাকাউন্টের জন্য সাইন আপ করছেন, তাঁদের জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সোশ্যাল চ্যাটিং প্ল্যাটফর্মটি একটি নতুন AI ও মেশিন লার্নিং টেকনোলজি নির্ভর ফিচার তৈরি করছে। যার সাহায্যে সাইন আপের সময়ে বয়স যাচাই করার ব্যবস্থা থাকবে।
4/ 5
এক্ষেত্র ১৩ বছর বা তার উপরের ব্যবহারকারীদের ক্ষেত্রে ছাড়পত্র মিলবে। কিন্তু এর মাঝেও অনেক মাইনর অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ভুয়ো নথি দিয়ে অ্যাকাউন্ট চালানো হচ্ছে। আর এই বিষয়টিতেই রাশ টানতে চাইছে Facebook মালিকানাধীন এই সংস্থা। তবে এখনও ফিচারটি কাজ শুরু করেনি। এক্ষেত্রে আরও কয়েকটি বিকল্প ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তা এখনও পরীক্ষাধীন।
5/ 5
Instagram-এর তরফে আরও জানানো হয়েছে, কিশোর-কিশোরী তথা অল্পবয়সী ব্যবহারকারীদের প্রোফাইল ম্যানেজমেন্ট নিয়েও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। অল্পবয়সী ব্যবহারকারীরা যাতে তাদের প্রোফাইল প্রাইভেট রাখে, সেই লক্ষ্যেও কাজ চলছে। এর মাঝে যদি কেউ পাবলিক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে, তাহলে Instagram-এর তরফে তাকে সচেতন করার চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট সংস্থা একটি নোটিফিকেশনের মাধ্যমে ওই ব্যবহারকারীকে প্রাইভেট অ্যাকাউন্টের সুবিধাগুলি বোঝানোর চেষ্টা করবে। এর পাশাপাশি সেটিংস চেক করার রিমাইন্ডার দেওয়া হবে। যাতে সংশ্লিষ্ট ব্যবহারকারী তার অ্যাকাউন্টটি প্রাইভেট রাখে।